সিটিজেন চার্টার
১। প্রশিÿণঃ- উপজেলা কার্যালয়ে মহিলা প্রশিÿণ W.T.C কেন্দ্রে বিভিন্ন ট্রেড বৃত্তিমূলক প্রশিÿণ
প্রদান করা হয়।
২। ÿুদ্র ঋণঃ- দুঃস্থ ও প্রশিÿÿত নারীদের দারিদ্র বিমোচন, পূর্নবাসন ও কল্যাণের লÿÿ্য মহিলা বিষয়ক
অধিদপ্তরের জেলা/ উপজেলা কার্যালয় হতে ÿুদ্রঋণ বিতরণ কর্মসুচী পরিচালিত হচ্ছে।
৩। ভিজিডিঃ- পল্লী অঞ্চলে দরিদ্র মহিলাদেশ খাদ্য নিরাপত্তা প্রদান ও ÿমতায়নের জন্য ভিজিডি বৃহত্তম
কর্মসুচী। এ কর্মসুচীর আওতায় দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী নারীদের খাদ্যাভাব লাঘবে খাদ্য
সহায়তাসহ উন্নয়ন প্যাকেজ সেবা প্রদান করা হয়।
৪।স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন ও নিয়ন্ত্রণঃ-নারী উন্নয়ন কর্মসুচী সম্প্রসারণের উদ্দেশ্যে মহিলা
বিষয়ক অধিদপ্তর মহিলা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নিবন্ধীকরণ ও তদারকি করে থাকে। প্রতিবছর
নিবন্ধনকৃত প্রতিষ্ঠানের মধ্যে নীতিমালার আলোকে অনুদান ও বিশেষ অনুদান বিতরণ করা হয়।
৫। মাতৃত্বকাল ভাতাঃ দরিদ্র ও গর্ভবর্তী নারীদের ভাতা দেয়া হয়।
৬। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিঃ-নারী ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লÿÿ্য জেলা
পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে নারী ও শিশু
নির্যাতন প্রতিরোধ কমিটি রয়েছে। জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কমিটির সদস্য সচিব।
এছাড়া স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদ কমিটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কাজ করছে।
৭।সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতামূলক কার্যক্রমঃ- নারী উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের
পাশাপাশি মহিলা বিষয়ক অধিদপ্তর হতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছেঃ-যৌতুক ও
বাল্য বিবাহ নিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, জন্ম ও বিবাহ নিবন্ধন, নিরাপদ মাতৃত্ব
নিশ্চিতকরণ, মা ও শিশুর কল্যাণে প্রজনন স্বাসহ্য সেবা, এইচ আইভি/ এইডস প্রতিরোধে
গণসচেতনতা বৃদ্ধি, নারী পুরুষের বৈষম্য রোধ সকলস্তরে নারী পুরুষের সমান অংশগ্রহণ নারী উন্নয়ন
বিষয়ক বুকলেট, পোষ্টার, পুস্তিকা ইত্যাদি প্রকাশ ও বিতরণ।
৮। নির্যাতিত দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলঃ এসিড আক্রান্তসহ বিভিন্ন ভাবে নির্যাতিত দুঃস্থ নারী
ও শিশুদের চিকিৎসা ও আইনী সহায়তা প্রদানের জন্য এ তহবিল হতে এককালীন আর্থিক সাহায্য
প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS