Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার 01

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।

 

সিটিজেন চার্টার

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজ পত্র ও প্রাপ্তির স্থান

সেবা মূল্য  এবং পরিশোধ পদ্ধতি

সেবা গ্রহণের সময় সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা , ফোন নম্বর  ও ই-মেইল

০১

আর্থ সমাজিক উন্নয়ন ও সামাজিক সরক্ষা কর্মসূচি সমুহঃ

ক) ভিজিডি কর্মসুচিঃ

ভিজিডি কর্মসূচির আওতায় আখাউড়া উপজেলার  ০৫টি ইউনিয়নে দরিদ্র সীমার নিচে বসবাসকারী ভিজিডি কার্ডধারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশি ক্ষ ণ প্রদান ও আয়বর্ধক কর্মসূচিতে জড়িতকরণ।

 এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে  ক) চক্র কালীন ২৪ মাস ধরে মাসিক ৩০ কেজি  হারে চাল/গম প্রদান করা হয়।

খ) আয়বর্ধক ও  সচেতনতা বৃদ্ধিমূলক   প্রশি ক্ষ ণ প্রদান করা হয়।

গ) প্রত্যেকের কাছ  থেকে নিদিষ্ট হারে  মাসিক  সঞ্চয় জমা করা হয় এবং চক্র শেষে লভ্যাংশসহ সঞ্চয় ফেরত  প্রদান করা হয়।

ঘ) ভিজিডি মহিলাদের  উদ্যোক্তা হিসেবে গড়ে  তোলার জন্য ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।

সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ হতে বিনা মুল্যে আবেদন ফরম প্রদান করা হয়

 এবং ইউনিয়ন ভিজিডি কমিটি হতে  প্রেরিত তালিকা  উপজেলা ভিজিডি কমিটি কর্তৃক চুড়ামত্মভাবে অনুমোদনের মাধ্যমে ভাতাভোগী নির্বাচন  করা হয়।

 ২৪ মাস

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

০৮৫২২-৫৬১৪৮

uwao.akhaura@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজ পত্র ও প্রাপ্তির স্থান

সেবা মূল্য  এবং পরিশোধ পদ্ধতি

সেবা গ্রহণের সময় সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা , ফোন নম্বর  ও ই-মেইল

 

খ) দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা  প্রদান কর্মসুচিঃ

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসুচির আওতায় নির্বাচিত  ভাতাভোগীকে মাসিক ৮০০/- (আটশত)  টাকা হারে  ভাতাভোগীদের  নিজস্ব ব্যাংক হিসাবে দুই বছর ধরে ভাতা প্রদান করা হয়। 

ভাতা প্রদানের পাশাপাশি দায়িত্ব প্রাপ্ত  এন,জিও’র মাধ্যমে উপকারভোগীদের নিরাপদ মাতৃত্ব, গর্ভকালীন ও প্রসব পরবর্তী যত্ন , মাও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, মাতৃদৃগ্ধপান,  স্বাস্থ্য কেন্দ্রের পরিচিতি , টিকা ইত্যাদি সর্ম্পকিত  সচেতনতা মুলক প্রশি ক্ষ ণ প্রদান করা হয়।

আবেদন ফরম, ০৪ (চার) কপি পাসর্পোট সাইজের  ছবি, ভোটার আইডি কার্ডের কপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা/উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কমপেস্নক্স/উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক প্রদেয় গর্ভ ধারনের সনদ।

 

প্রধান কার্যালয় হতে বরাদ্দ  উপজেলা নির্বাহী অফিসার ও  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ স্বা ক্ষ রে পরিচালিত দরিদ্র মা’র জন্য ‘‘মাতৃত্বকাল  ভাতা কর্মসূচি’’ শিরোনামে  সোনালী ব্যাংক আখাউড়া শাখায় খোলা হিসাব নম্বরে  প্রেরণ করা হয়।  উক্ত হিসাব হতে ভাতাভোগীদের  স্ব-স্ব নামে  খোলা ব্যাংক হিসাবে ভাতার টাকা স্থানামত্মর করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী  ভাতাভোগী গণ ১০ টাকা হারে  সোনালী ব্যাংক আখাউড়া শাখায়  ব্যাংক হিসাব  খোলার  মাধ্যমে তাদের  স্ব-স্ব ব্যাংক হিসাব হতে ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।

নির্বাচিত উপকারভোগীগণ  ১ম ও ২য়  গর্ভধারনের জন্য  যে কোন একবার  মোট ২ বৎসর (২৪ মাস) মেয়াদের জন্য ভাতা ও প্রশি ক্ষ ণ সেবা পাবেন। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

০৮৫২২-৫৬১৪৮

uwao.akhaura @gmail.

com

 

গ) কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচিঃ ক্ষ

কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচির আওতায় আখাউড়া  পৌরসভা হতে নির্বাচিত উপকারভোগীদের মাসিক ৮০০/- (আটশত)  টাকা হারে  ভাতাভোগীদের  নিজস্ব ব্যাংক হিসাবে দুই বছর ধরে ভাতা প্রদান করা হয়। 

ভাতা প্রদানের পাশাপাশি দায়িত্ব প্রাপ্ত  এন,জিও’র মাধ্যমে উপকারভোগীদের নিরাপদ মাতৃত্ব, গর্ভকালীন ও প্রসব পরবর্তী যত্ন , মাও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, মাতৃদৃগ্ধপান,  স্বাস্থ্য কেন্দ্রের পরিচিতি , টিকা ইত্যাদি সর্ম্পকিত  সচেতনতা মুলক প্রশিক্ষণ প্রদান করা হয়

আবেদন ফরম, ০৪ (চার) কপি পাসর্পোট সাইজের  ছবি, ভোটার আইডি কার্ডের কপি, উজেলা স্বাস্থ্য কমপেস্নক্স/উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় কর্তৃক প্রদেয় গর্ভ ধারনের সনদ।

 

প্রধান কার্যালয় হতে বরাদ্দ  উপজেলা নির্বাহী অফিসার ও  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ স্বা ক্ষ রে পরিচালিত ‘‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল  কর্মসূচি’’ শিরোনামে  অগ্রণী ব্যাংক আখাউড়া শাখায় খোলা হিসাব নম্বরে  প্রেরণ করা হয়।  উক্ত হিসাব হতে ভাতাভোগীদের  স্ব-স্ব নামে  খোলা ব্যাংক হিসাবে ভাতার টাকা স্থানামত্মর করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী  ভাতাভোগীগণ ১০ টাকা হারে  অগ্রণী ব্যাংক,  আখাউড়া শাখায়  ব্যাংক হিসাব  খোলার  মাধ্যমে তাদের  স্ব-স্ব ব্যাংক হিসাব হতে ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।

নির্বাচিত উপকারভোগীগণ  ১ম ও ২য়  গর্ভধারনের জন্য  যে কোন একবার  মোট ২ বৎসর (২৪ মাস) মেয়াদের জন্য ভাতা ও প্রশি ক্ষ ণ সেবা পাবেন। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

০৮৫২২-৫৬১৪৮

uwao.akhaura@gmail. com

 

ঘ) মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমঃ

নীতিমালা অনুযায়ী সদর কার্যালয়  হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এবং ঘুর্ণায়মান  তহবিলের জমাকৃত অর্থ  হতে আবেদনের  প্রেক্ষিতে উপজেলা ক্ষুদ্র ঋণ কমিটির মাধ্যমে  উপকার ভোগী নির্বাচন করে  জন প্রতি ৫,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০/- টাকা পযর্ন্ত ঋণ প্রদান  করা হয়।

আবেদন ফরম, ভোটার আইডি কার্ডের কপি, ০৩ কপি পাসর্পোট সাইজের ছবি, ও ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প।

 

৩০০টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প এর মুল্য ঋণ গ্রহীতা পরিশোধ করিবেন।

ঋণ পরিশোধের সময় সীমা ১বছর অথবা  ২বছর মেয়াদী হতে পারে। ঋণ গ্রহণের  ০২ (দুই) মাস পর হতে ঋণ গ্রহীতা কিসিত্ম আকারে ঋণ পরিশোধ করতে পারবেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

০৮৫২২-৫৬১৪৮

uwao.akhaura @gmail.com

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজ পত্র ও প্রাপ্তির স্থান

সেবা মূল্য  এবং পরিশোধ পদ্ধতি

সেবা গ্রহণের সময় সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা , ফোন নম্বর  ও ই-মেইল

০২

মহিলা প্রশিক্ষণ কেন্দ্র (W,T,C)

প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের  আত্ন-কর্মসংস্থানের জন্য  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আখাউড়াতে  সেলাই প্রশিক্ষণ কার্যক্রম চলমান । এ কর্মসুচির আওতায় প্রতি ব্যাচে ৩০ জন করে  বছরে ০৪(চার)টি ব্যাচে  মোট ১২০ জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের  হাজিরার  ভিত্তিতে  দৈনিক ১০০ (একশত) ভাতা প্রদান করা হয়।

 

আবেদন ফরম,  ০ ৩ কপি পাসর্পোট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড/জন্ম সনদের কপি ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, আখাউড়া  কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি  মোতাবেক আবেদনের  প্রেক্ষিতে উপজেলা প্রশিক্ষণার্থী বাছাই কমিটির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের  নির্বাচন করা হয়।

ভর্তির  আবেদন ফরম অত্র কার্যালয় হতে বিনা মুল্যে পাওয়া যায়।

 ০৩ ( তিন) মাস

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

০৮৫২২-৫৬১৪৮

uwao.akhaura@gmail.com

০৩

নারী  ও শিশু নির্যাতন প্রতিরোধ , বাল্য বিবাহ প্রতিরোধ, যৌন হয়রানী বন্ধ,  যৌতুক প্রতিরোধ  এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন/২০১০ এর  প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব পালন।

মহিলা ও শিশুদের  আইনগত সহায়তা প্রদানের লক্ষে উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে নারী ও শিশু নির্যাতন সংক্রামত্ম  অভিযোগের প্রেক্ষিতে শালিশ করে  থাকে এ ছাড়া   নির্যাতিত নারীদের বিনামুল্যে কাউন্সিলিংও   প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করা হয়।  

আবেদন ফরম । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, আখাউড়া,  ব্রাহ্মণবাড়িয়া ।

বিনা মুল্যে আবেদন
ফরম পাওয়া যায়।

আবেদন প্রাপ্তি অথবা অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

০৮৫২২-৫৬১৪৮

uwao.akhaura@gmail.com

০৪

সেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন।

উন্নয়ন কর্মকান্ডে মহিলাদের সম্পৃক্তকরণ এবং মহিলা উদ্যোক্তা  সৃষ্টির লক্ষে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমুহের নিবন্ধন প্রদান করা হয়।

আবেদন ফরম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। আখাউড়া,  ব্রাহ্মণবাড়িয়া।

নিবন্ধনের  শর্তপুরণ , রেজিস্টেশন ফি, নবায়ন ফি ।

আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিবন্ধন।

 

                   

 

 

 

 

 

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজ পত্র ও প্রাপ্তির স্থান

সেবা মূল্য  এবং পরিশোধ পদ্ধতি

সেবা গ্রহণের সময় সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা , ফোন নম্বর  ও ই-মেইল

০৫

সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতামুলক কার্যক্রম।

জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাসত্মবায়ন , নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নের লক্ষে বিভিন্ন গণ সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ। জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতা নির্বাচন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ , জন্ম নিবন্ধন ও বিবাহ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ, এইচ,আই,ভি (এইডস) , যৌন হয়রানী , এসিড নিক্ষেপ এবং নারী পাচার প্রতিরোধে  সচেতনতা বৃদ্ধিসহ নারীর অধিকার রক্ষা CEDAW সনদ বাস্তবায়ন ।  এ ছাড়া জাতীয় ও আমর্ত্মজাতিক  বিভিন্ন দিবস পালন এবং মহিলা উন্নয়ন সমন্বয়  কমিটির সভা সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা , নিয়মিত প্রতিবেদন প্রস্তুত ও প্রেরণ  ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।

বিনামুল্যে

বছর ব্যাপী ও বিভিন্ন দিবস অনুযায়ী ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

০৮৫২২-৫৬১৪৮

uwao.akhaura@gmail.com

০৬

সেলাই মেশিন বিতরণ

প্রশাসনিক মন্ত্রণালয়ের বরাদ্দ পত্রের প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্যদের  নির্বাচনী এলাকায় দুঃস্থ মহিলাদের  মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ পত্র অনুযায়ী বিতরণ।

বিনা মুল্যে সরবরাহ করা হয়।

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

০৮৫২২-৫৬১৪৮

uwao.akhaura@gmail.com

০৭

 

প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের  আত্ন-কর্মসংস্থানের জন্য  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আখাউড়াতে  আইজিএ  প্রশিক্ষণ কার্যক্রম চলমান । এ কর্মসুচির আওতায় ০২টি ট্রেডে ( বিউটিফিকেশন ও ক্রিস্টাল শো-পিস ও মোমবাতি তৈরী ) প্রতি ব্যাচে ২৫জন করে   মোট ৫০ জন বছরে ০৪(চার)টি ব্যাচে  মোট ২০০ জন মহিলাকে বিউটিফিকেশন ও ক্রিস্টাল শো-পিছ ও মোমবাতি তৈরী ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের  হাজিরার  ভিত্তিতে  দৈনিক ১০০ (একশত) টাকা হারে ভাতা প্রদান করা হয়।

 

আবেদন ফরম,  ০ ৩ কপি পাসর্পোট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড/জন্ম সনদের কপি ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, আখাউড়া  কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি  মোতাবেক আবেদনের  প্রেক্ষিতে উপজেলা প্রশিক্ষণার্থী বাছাই কমিটির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের  নির্বাচন করা হয়।

ভর্তির  আবেদন ফরম অত্র কার্যালয় হতে বিনা মুল্যে পাওয়া যায়।

 ০৩ ( তিন) মাস

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

০৮৫২২-৫৬১৪৮

uwao.akhaura@gmail.com